Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

নাটোর।

e-mail:dwaonatore@gmail.com

এক নজরে  নাটোর  জেলা কার্যালয়ের তথ্যাবলী

প্রতিষ্ঠানের সেবাসমূহঃ

ক্র:নং

সেবার ধরণ

সেবা গ্রহনকারী

সংখ্যা

সেবার বিবরণ

সেবা প্রদানের স্থান

সেবা প্রদানের সময়সীমা

প্রশিক্ষণ  কার্যক্রম

আগ্রহী মহিলা

নাটোর জেলা কার্যালয় ২০০ জন

আধুকি দর্জি বিজ্ঞান ও এম্ব্রয়ডারী, বিউটিফিকেশন, কাগজের ঠোংগা/শপিং ব্যাগ তৈরী, নার্সারী/কিচেন গার্ডেনিং , মোমবাতি তৈরী,  ট্রেডে প্রশিক্ষণ প্রদান।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নাটোর।

৩ মাস

 

 

কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল।

পৌরসভা  এলাকার দরিদ্র দুগ্ধদায়ী  মা।

 ৯৫০ জন

প্রতিমাসে  ৫০০/-  টাকা হারে ২ বছর মেয়াদে নাটোর পৌরসভায় ৯৫০ জন  জন মহিলাকে এই ভাতা প্রদান করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নাটোর।

২ বছর

 

             

ভিজিডি কার্যক্রম

দারিদ্রপীড়িত ও দু:স্থ গ্রামীন মহিলা।

১৫৬৫ জন

২৪ মাস মেয়াদী খাদ্য সাহায্য ও আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষন প্রদান করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নাটোর।

২ বছর

 

 

দরিদ্র মার জন্য  মাতৃত্বকালীন ভাতা কর্মসূচি

পল্লী  এলাকার দরিদ্র গর্ভবতী মা।

৫,৬৮৪ জন

প্রতিমাসে  ৫০০ টাকা হারে ২ বছর  মেয়াদে  ভাতা প্রদান করা হচ্ছে।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নাটোর।

২ বছর

 

 

মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ।

দ:ুস্থ ও অসহায় মহিলা ।

২৯০ জন  ডিসেম্বর /১৭ পর্যন্ত

গ্রামীন দরিদ্র ও নিম্ন আয়ের মহিলাদের আত্মকর্মসংস্থানের  জন্য  ৫,০০০/= থেকে ১৫,০০০/= টাকা পর্যমত্ম  ঋন প্রদান করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নাটোর।

 

 

 

নারী ও শিশূ নির্যাতন প্রতিরোধ ও পাচার রোধ

নির্যাতিন নারী ও শিশু।

 

মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইন গত পদক্ষেপ গ্রহনের ব্যবস্থা করে।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নাটোর।

 

 

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি।

সেবা প্রত্যাসী নারী

৩৩২ টি

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত সমিতি সমূহের মধ্যে এককালিন অনুদান বিতরণ করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নাটোর।

 

 

 

যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ।

সেবা প্রত্যাসী সকল নারী।

 

যৌতুক, বাল্য বিবাহ রোধ কল্পে উপজেলা পর্যায়ে নিয়মিত সভা ও  উঠান বৈঠক করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নাটোর।

 

ওসিসি নাটোর।

 সেবা প্রত্যাসী সকল নারী।

 

নির্যাতিত মহিলাদের চিকিৎসা  সেবা প্রদান।

আধুনিক সদর হাসপাতাল, নাটোর।